কোন বডি লোশন টি আপনার জন্য ভালো?

0
240

বর্তমান বাজারে নানারকম লোশন পাওয়া গেলেও আসলে কোন লোশন টি আপনার জন্য ভালো?কোন লোশন টি আপনি বেছে নেবেন?এইসব নিয়ে চিন্তিত?তবে আজ আমি আপনাদের বলব আপনার জন্য কোন বডি লোশন টি সবচেয়ে ভালো।

শীতের শুরুতেই পরিবেশের একটা বিপুল পরিবর্তন ঘটে।আর তার প্রভাব আমদের শরীরেও পড়ে।আমদের স্কিন রুক্ষ,শুষ্ক হয়ে যায় তাই দরকার নিয়মিত পরিচর্যার।শীতের শুরুতেই যদি শরীরের সঠিক পরিচর্যা করা হয় তবে রুক্ষ,শুষ্কতার হাত থেকে রেহাই পাওয়া যায়।কিন্তু তখনই প্রশ্ন আসে আমদের শরীরের জন্য কোন লোশন টা ভালো?কোনটা কিনব?

বাজারের যতরকমের লোশন আসে আমরা সব গুলো একবারে কিনে ফেলতে পারি না বা সব গুলো একই সঙ্গে ব্যবহার ও করতে পারিনা।তাই আমদের সঠিক লোশন টা খুজে বের করা টা খুবই দরকারি।

আজকালের ব্যস্ততার মাঝেও আমদের শরীরের যত্ন নিতে ভুললে চলবে না।যেহেতু শীতকালে আমদের শরীর একটু বেশি dry হয়ে যায় তাই শরীর কে dry হওয়ার হাত থেকে বাঁচাতে একটা লোশন কিন্তু অবশ্যই ব্যাবহার করতে হবে।

শীতকালে লোশন এর পাশাপাশি কিন্তু নিজের diet এর দিকেও খেয়াল রাখতে হবে।সারাদিন প্রচুর পানি পান করতে হবে।কারণ পানি আমদের শরীর কে dry হওয়ার থেকে রক্ষা করে ও আমদের শরীর কে হাইড্রেটেড রাখে।সেই সাথে শীতকালের টাটকা শাক সবজি ও ফল খেতে হবে।

বর্তমানের কিছু জনপ্রিয় লোশন গুলোর মধ্যে Vaslin ,Nivya,Dove, Cetaphil,Lavender অন্যতম।আপনি এই ৫ টা বডি লোশন এর যেকোনো একটি কে ব্যাবহার করতে পারেন।মনে রাখবেন লোশন যেটাই হোক আপনি নিয়মিত ব্যাবহার করছেন কি না তার উপরেই কিন্তু ফলাফল নির্ভর করছে।

নিজের শরীরের যত্ন নিতে চাইলে সারাবছর না হলেও শীতকালে লোশন এর কোনো ব্যতিক্রম নেই।প্রতিদিন নিয়ম করে বডি লোশন ব্যাবহার করুন।এতে আপনার dry skin এর সমস্যা দুর হবে।আপনার শরীর ও হয়ে উঠবে কোমল এবং আকর্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!