সবচেয়ে ভালো স্কিন moisturizer কোনটি?

0
105

শীতের যত্নে moisturizer ব্যাবহার করার গুরুত্ব আলাদা করে বলার কিছুই নেই।আমরা সবাই জানি শীতে moisturizer টা কতোটা জরুরি।তবে আমাদের অবশ্যই সঠিক moisturizer টি বেছে নিতে হবে। আমাদের সবারই ভিন্ন ভিন্ন skin type রয়েছে আর সেই সাথে রয়েছে বিভিন্ন skin problem. তাই কোন moisturizer টি ব্যাবহার করলে ভালো ফলাফল পাবেন সেইটা কিন্তু বেছে নিতে হবে।

শীত আমদের ত্বককে রুক্ষ শুষ্ক করে দেয়।ত্বককে মলিন করে ফেলে।ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ত্বকে moisturizer ব্যাবহার করতে হয়।তবে moisturizer টি হতে হবে আপনার skin এর জন্য উপযুক্ত।

কিন্তু moisturizer বলতে আমরা কি বুঝি? moisturizer টা আসলে আমদের ত্বকের আর্দ্রতা ধরে রাখার একটা পদ্ধতি।এটি আমাদের ত্বকের সঠিক Ph মান বজায় রাখতে সাহায্য করে।

শীতের শুষ্কতা যাতে আমদের ত্বকের ক্ষতি করতে না পারে তাই আমদের দিনে অন্তত একবার ভালো একটি moisturizer ব্যাবহার করা উচিত।আপনি কোন moisturizer টা ব্যাবহার করবেন সেইটা চলুন আজ আমি আপনাকে বলে দেয়।

Moisturizer ব্যাবহার করাই কিন্তু সতর্ক থাকতে হবে।অনেক বেশি ব্যাবহার করে ফেলবেন না আব্র।দিনে একবার ও ঘুমনোর আগে একবার ব্যাবহার করাই যথেষ্ট।তবে শুধু moisturizer ব্যাবহার করলেই হবে না।অবশ্যই ত্বক টাকে পরিষ্কার করতে হবে।
আপনার পছন্দের facewash টি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন তারপর moisturizer ব্যাবহার করুন।তবে সাবান ব্যাবহার না করাই ভালো।সাবান আমাদের ত্বক কে বেশি শুষ্ক করে তোলে।

বর্তমানে Vaslin,Nivya soft, Dove, Simple,Himalaya,Vitamin C ইত্যাদি অনেক ভালো moisturizer. এইগুলোর মধ্যে আপনি যেকোনো একটি কে বেছে নিতে পারেন।সব গুলোই যেকোনো skin type এর জন্য উপযুক্ত।আপনি ব্যাবহার করলেও ভালো ফলাফল পাবেন।আমি নিজেও Nivya soft moisturizer টা ব্যাবহার করি।আপনি চাইলে এইটাই ব্যাবহার করতে পারেন।

তাছাড়া আপনি কিন্তু moisturizer হিসাবে Coconut oil টাও ব্যাবহার করতে পারেন।সম্পূর্ণ প্রাকৃতিক একটি moisturizer হলো নারকেল তেল।সেই প্রাচীন কাল থেকেই এটির অনেক সুনাম রয়েছে moisturizer হিসাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!