চিকন ঠোঁট নিয়ে চিন্তা?ছবি তুললে ঠোঁট দেখায় যায় না?তবে আর চিন্তা নেই।আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যেগুলো ফলো করলে আপনার ঠোঁট ও মোটা ও আকর্ষণীয় হয়ে উঠবে টাও আবার সার্জারি ছাড়াই।তবে ঠোঁট মোটা করতে চাইলে আজকের লেখা টি মনোযোগ দিয়ে পড়ুন।চলুন তবে শুরু করি…
সবাই চাই ঠোঁট কে সুন্দর করে তুলতে তাইতো ঠোঁট নিয়ে চেষ্টার শেষ নেই।ন্যাচারালি ঠোঁট মোটা করতে হলে অবশ্যই কিছু ব্যায়াম করতে হবে।কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে ব্যায়াম করলে হটাৎ এক দুদিনের মধ্যেই আপনার ঠোঁট মোটা হয়ে যাবে না।ধর্য ধরে নিয়মিত ব্যায়াম গুলো করতে হবে তবেই ঠোঁট সুন্দর হবে।

সার্জারি ছাড়া খুব দ্রুত ঠোঁট মোটা ও সুন্দর করা কখনোই সম্ভব না।ব্যায়ামের মাধ্যমে ঠোঁট মোটা এবং সুন্দর করা খুবই সময়সক্ষেপ ব্যাপার।তাছাড়া ব্যায়াম করলে j আপনার ঠোঁট একদম মোটা হয়ে যাবে টাও কিন্তু নয়।ব্যায়ামের মাধ্যমে আপনার চিকন ঠোঁটের শেপ পাল্টে দেবে। যার ফলে আপনার ঠোঁট আগের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
ব্যায়াম:
১.ভাকুম সুসিশন: একটি খালি প্লাস্টিক এর ছোট কাপ নিন।যেমন কাপে ছোট বেলায় আপনি ওষুধ খেয়েছেন।কাপ টি কে দুই ঠোঁটের উপর রাখুন এবং কাপের ভিতরের সব বাতাস মুখের ভিতর নিয়ে নিন।এইভাবে ১ মিনিট থাকুন।তারপর কাপ টি সরিয়ে নিন।এভাবে ১০ মিনিট ব্যায়াম টি করুন।এটি আপনার ঠোঁটের শেপ কে সুন্দর করে তুলবে।

২.ও শেপ: এই ব্যায়াম টি করার জন্য আপনাকে “ও” বলতে হবে। হ্যাঁ ঠিক শুনেছেন, “ও” বলার সময় আপনার ঠোঁট যেমন থাকে ঠিক সেইভাবে ঠোঁট করতে হবে।এভাবে ৫ মিনিট থাকতে হবে।এই ব্যায়াম টি করলে আপনার ঠোঁটের শেপ আগের চেয়ে একটু বড় দেখাবে।
৩. গাল ফলানো: এই ব্যায়াম টি করতে আপনাকে জাস্ট আপনার ঠোঁট দুইটা বন্ধ করে মুখ ফুলিয়ে রাখতে হবে।১০ সেকেন্ড এইভাবে থাকার পর আবার নরমালি ফিরে আসুন।তারপর আবার ব্যায়াম টি শুরু করুন।এইভাবে মোট ৫ বার ব্যায়াম টা করতে হবে।

ব্যায়াম ৩ টি আপনি রোজ ফলো করতে পারবেন।দিনের সেজন্য টাইমে ব্যায়াম ৩ টি নিয়ম মেনে করুন।কিছুদিন ফলো করলেই আপনি আপনার ঠোঁটের একটি পরিবর্তন লক্ষ করতে পড়বেন।
ইনস্ট্যান্ট ঠোঁট বড় দেখানোর টিপস:
১.ভিটামিন ই: ভিটামিন ই ক্যাপসুল ব্রাশে মাখিয়ে ঠোঁটের উপর হালকা হাতে ঘষে নিন। ৫ মিনিট স্ক্রাব করার মতো করে ঠোঁটের উপরে ব্রাশ করুন।তারপর একটি ভেজা টাওয়েল দিয়ে মুছে ফেলুন।

২.লিপ লাইনার: লিপস্টিক ইউজ করার আগে অবশ্যই একটি লিপ লাইনার ইউজ করে নিবেন।ঠোঁটের বাইরের কিছুটা অংশ বাড়িয়ে লিপ লাইনার লাগিয়ে নিন।এবং তারপর লিপস্টিক ইউজ করুন এতে আপনার ঠোঁট মোটা এবং একটু বড় দেখাবে।
৩.চুম্বন: শুনতে একটু অন্যরকম লাগলেও ঠোঁটের সৌন্দর্য্য বাড়াতে চুম্বনের কোনো ব্যতিক্রম নেই।ইনস্ট্যান্ট ঠোঁট বড় ও মোটা দেখতে হলে আপনি চুম্বনের সাহায্য নিতে পারেন।এতে আপনার ঠোঁট একটু বড় ও আকর্ষণীয় হয়ে উঠবে।নিয়মিত চুম্বন করলে ঠোঁটের কালার ও সুন্দর হয়।
ঠোঁট বড় করার ঘরোয়া টিপস:
১.জিরা ও অ্যালোভেরা: অ্যালোভেরা জেল ও জিরা গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ঠোঁটে মাখুন কিছুক্ষন রাখার পর ধুয়ে ফেলুন।এটি ঠোঁট গোলাপী ও মোটা দেখতে সাহায্য করে।

২.বেশি পানি পান করুন: ঠোঁট কে মোটা করে সুন্দর শেপে আনতে অবশ্যই বেশি বেশি পানি পান করুন।এটি ঠোঁট কে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
৩.লিপ গ্লস: ঠোঁট কে মোটা দেখতে হলে অবশ্যই লিপ গ্লস ইউজ করুন।এটি ঠোঁট কে যেমন বড়ো দেখাবে ঠিক তেমনি ঠোঁট কে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচাবে।
৪.ভ্যাসলিন: ঠোঁটের চারিপাশে ভ্যাসলিন লাগিয়ে হালকা হাতে ঘষুন।এটি আপনার ঠোঁটের চারপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং ঠোঁট বড়ো ও মোটা হবে।

আপনি যদি উপরের সবগুলো টিপস ফলো করেন তবে আপনার ঠোঁট হয়ে উঠবে অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর।আপনি নিজেই আপনার ঠোঁটের প্রেমে পড়ে যাবেন।তাই দেরি না করে আজ থেকেই টিপস গুলো ফলো করা শুরু করুন।