বসন্ত এসে গেছে:বসন্তের সাজে নিজেকে সাজিয়ে তুলুন

0
177

সবাইকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা।কাল থেকেই ফাগুনের শুরু।তবে এই বছরের ফাগুনের শুরু কিন্তু ভ্যালেন্টাইন ডে এর সাথে শুরু হচ্ছে।বসন্ত মানেই বাঙালির এক অন্যরকম ভালোবাসা আর সেই ভালোবাসা টা যদি ভালোবাসা দিবস দিয়ে শুরু হয় তাহলে অনুভূতি টা বলার বাইরে।তাইতো কবি বলেছেন-

     "নয়নে বসন্ত হৃদয়ে বসন্ত
           বসন্ত এসেছে মনে,
         রঙের ধারায় করেছে ভুবন
              বাতাস বইছে গানে।।"  

বসন্তের ছোঁয়ায় প্রকৃতি এক অপরূপ সাজে সেজে ওঠে।নীল আকাশ নানা রঙের ফুল,সে এক মনোরম দৃশ্য।এমন অপরূপ প্রকৃতির প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া তাই কষ্টকর।আর এই সৌন্দর্য্যের মাঝে ভালোবাসার মানুষ টি কাছে থাকলে জীবন টা আরো রঙ্গিন হয়ে ওঠে। বসন্তের দিন মানেই কিন্তু প্রেমের দিন।এই বছর সেই প্রেমের দিনের শুরু তাই এত সুন্দর একটা দিন দিয়ে শুরু হতে চলেছে।

বাংলা ভালোবাসা দিবস:

বসন্ত মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন ডে। বসন্তের দিনে নিজের কাজের মানুষ তার সাথে ঘুরতে যেতে সবাই পছন্দ করে।আপনিও নিশ্চয়ই প্ল্যান করেই রেখেছেন কবে কোথায় ঘুরতে যাবেন..
তবে কেমন সাজবেন সেইটা কি ভেবেছেন? বসন্তের ভ্যালেন্টাইন ডে তে কেমন করে সাজতে পারেন তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি।

চলুন তবে শুরু করা যাক…

শাড়ী:

বাঙালি মেয়েদের সত্যিকার পরিচয় কিন্তু শাড়ী তেই।আর বসন্তের সাজে নিজে কে সাজতে শাড়ির কোনো ব্যতিক্রম নেই।বসন্তের দিনে সাধারণত সবাই হলুদ শাড়ী তেই নিজেকে সাজিয়ে নেন।কিন্তু এইটা ভুললে চলবে না যে এই বছর বসন্তের সাথে সাথেই আছে ভ্যালেনটাইন ডে।ভালোবাসার রঙ টা কিন্তু লাল।তাই বসন্ত এবং ভালোবাসা কে একসাথে রাখতে আপনি লাল ও হলুদ এই দুটো রঙ আসে এমন শাড়ী পড়তে পারেন।যেমন ধরুন হলুদ শাড়ী তে লাল রঙের নকশা করা শাড়ী বা লাল শাড়ি তে হলুদ রঙের নকশা করা।

যেভাবে শাড়ি পড়বেন:

দিনের বেলায় বাইরে ঘুরতে যাওয়ার জন্য শাড়ি পড়লে একটু সিম্পল ভাবে পরা তাই ভালো।এতে আপনার চলাফেরা করতে যেমন সুবিধা হবে আপনাকে দেখতেও সুন্দর লাগবে।তবে আজকাল মেয়েদের নানা ধরনের শাড়ি পরতে দেখা যাচ্ছে।

আঁচল ছেড়ে শাড়ি পরা:

নরমালি কুচি দিয়ে শাড়ি পরে আঁচল টা ছেড়ে রাখলে কিন্তু খুব সুন্দর দেখা যায় আর আপনার শাড়ি পরে বেশি চলাফেরা করতেও কষ্ট হবে না। একদম পারফেক্ট হবে ভ্যালেনটাইন এর জন্য।

আটপৌরে শাড়ি পরা:

আটপৌরে বা বাঙালি স্টাইলে ও শাড়ি পরতে পারেন।এইভাবে শাড়ি পড়লে বসন্তের দিনে অনেক সুন্দর লাগে।বসন্তের সাজ মানেই একপ্রকার আটপৌরে শাড়ি পরা।

মেকআপ:

বসন্তের সাজে নিজেকে সাজিয়ে তুলতে একটু তো মেকআপ করাই লাগে।তবে যেহেতু দিনের বেলার সাজ তাই একটু হালকা মেকআপ লুক তাই বেশি ভালো লাগবে।মেকআপ এর জন্য একটা নো মেকআপ মেকআপ লুক থাকলেই বেশি ভালো লাগবে।

বেইজ মেকআপ:

প্রথমে মুখে সানস্ক্রিন ইউজ করে নিন কারণ দিনের বেলা বাইরে বেরোতে গেলে সানস্ক্রিন তো ইউজ করতেই হবে।কিছুক্ষন অপেক্ষা করুন তারপর একটা ময়চারাইজার ইউজ করে নিন।মেকআপ শুরুর আগে অবশ্যই একটা প্রাইমার ইউজ করে নিবেন তারপর মেকআপ টা শুরু করবেন।

নো মেকআপ মেকআপ লুক:

তার জন্য প্রথমে কনসিলার দিয়ে মুখের সেনসিটিভ জায়গা ও চোখের চারপাশ টা কভার করে নিন।তারপর একটা পিঙ্ক বা পিচ কালার এর ব্লাশ ইউজ করে নিন।হালকা একটা রেড কালার এর আইশ্যাডো ইউজ করে নিন।তারপর আইলাইনার এবং মাসকারা দিয়ে লুক টা কমপ্লিট করে নিন।লিপস্টিক টা বাদ দিলে চলবে না।লিপস্টিক ছাড়া মেকআপ টা সম্পূর্ণ হবে না।তাই একটা রেড অথবা মারুন কালার ইউজ করতে পারেন।

গয়না:

শাড়ী পড়বেন আর গয়না গুলো কে বাদ দিলে কি হবে?অবশ্যই না।গয়নার জন্য গলায় একটা লম্বা সিতাহার টাইপ কিছু পড়তে পারেন,সিতাহারের জন্য আপনি অক্সীডাইস এর কিছু ইউজ করতে পারেন দেখতে সুন্দর লাগবে।আর কানে ঝুমকা তো অবশ্যই তবে হাতের জন্য বিশেষ কিছু না শুধু কিছু লাল হলুদ এর রেশমি চুড়ি পড়তে পারেন।বাঙালি সাজে একটা টিপ না পড়লে লুক টা ইনকমপ্লিট থেকে যায়।তাই একটা লাল টিপ পড়বেন।

নেইল পলিশ:

ভালোবাসার রঙে সাজবেন তাই নখ গুলোর দিকে বিশেষ খেয়াল দিতে হবে।নখের উপর ও আপনার লুক অনেক টা নির্ভর করে।লম্বা হক বা ছোট নখে লাল কালার এর নেইল পলিশ লাগলে সুন্দর দেখা যায়।তবে লাল বাদে যদি মারুন বা লাল এর অন্য কোনো শেড ইউজ করেন তবে সেইটাও অনেক সুন্দর দেখাবে।হাতের সাথে সাথে পায়ের নখেও একই কালারের নেইল পলিশ ইউজ করবেন।

চুলের বিভিন্ন সাজ:

সব তো সাজিয়ে দিলাম এইবার আসি চুলে।চুল মেয়েদের সব চেয়ে সৌন্দর্যের একটা জিনিস।আপনার চুল টা কেমন করে বাধবেন সেইটা কিন্তু আপনার শাড়ী পড়ার উপর নির্ভর করে।শাড়ী পড়ার সাথে মানানসই একটা চুলের স্টাইল করলে কিন্তু দারুণ দেখায়।

চুলের খোঁপা:

সব ধরনের শাড়ী পড়ার সাথে একটা চুলের স্টাইল কিন্তু সব সময় সুন্দর দেখায় সেইটা হচ্চে খোঁপা করে চুল বাঁধা।তেমন কিছুই না নানর্মাল একটা খোঁপা বেধে নিন তারপর খোঁপা তে বসন্তের ফুল দিয়ে সাজিয়ে তুলুন।গোলাপ ফুলের সাথে খোঁপা সাজালে অনেক সুন্দর থেকে যায়।

ছোট চুলের সাজ:

ছোট চুল হলে চুল টা ছেড়েই রাখুন। শুধু চুলের একপাশে কানের নিচে কিছু গোলাপ ফুল দিয়ে ক্লিপ আটকিয়ে নিন।আপনি চাইলে ফুলের রিং ইউজ করতে পারেন।খোলা চুলে জাস্ট মাথায় ফুলের রিং দিলেই অনেক সুন্দর দেখায়।

বেনি তে ফুল:

আজকাল চুল বেনি করে বেনি তে একটি একটি করে ফুল দিয়ে সাজানো কিন্তু খুবই জনপ্রিয় একটি সাজ।আপনার চুল যদি একটু লম্বা হয় আর চুলে কি স্টাইল করবেন বুঝতে না পারেন তো এই সাজ টা আপনার জন্য।কিছুই না শুধু বেনি করুন আর বেনি তে একটি একটি করে ফুল দিয়ে বেনি কে সাজিয়ে নিন।

মনে রাখবেন বসন্তের সাজ আপনি যেমনি সাজবেন তার মধ্যে বিভিন্ন রঙের ছোঁয়া রাখবেন।বসন্ত আমাদের হৃদয় কে যেমন নানা রঙে রাঙিয়ে দেই ঠিক তেমন আপনাকে আপনার পোশাক ও রাঙিয়ে তুলতে হবে।সালোয়ার,কামিজ,শাড়ি যেটাই পড়বেন রঙের ছোঁয়া রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!