আপনার চোখের পাপড়ি কি অনেক ছোট?একদমই পাতলা?তবে আজ আমি যে উপকরণ টা বলবো এইটা শুধুই আপনার জন্য।এটি একটি megical উপায়।এটি ব্যাবহার করলে মাত্র ৭ দিনের মধ্যেই আপনার চোখের পাপড়ি বড় ও ঘন হয়ে যাবে।আপনাকে আর নকল পাপড়ি ব্যাবহার করা লাগবে না আপনার natural পাপড়ি টাই এতো সুন্দর হয়ে উঠে যে নকল পাপড়ি কেও হার মানাবে।
চোখের পাপড়ির বৈজ্ঞানিক ব্যাখ্যা:
শুধু সৌন্দর্যের জন্যই নয়,আমাদের চোখের জন্য পাপড়ির অশেষ ভূমিকা আছে।চোখের পাপড়ি আসলে আমাদের চক্ষুগোলকে মিউকাস, তেল ও পানির সমন্বয়ে যে প্রলেপ থাকে তা শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। একই সঙ্গে এটি একটি পরোক্ষ ধুলা নিয়ন্ত্রণকারী ব্যবস্থা হিসেবেও কাজ করে। পাপড়ি চোখকে শুষ্ক হয়ে ওঠা ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে।তাই চোখের পাপড়ির ঠিকঠাক পরিচর্যা করা দরকার।
চোখের পাপড়ি বড় না হওয়ার কারণ:
চোখের পাপড়ি মেয়েদের অন্যতম একটি সৌন্দর্যের প্রতীক।কিন্তু বর্তমানে বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার জন্য চোখের পাতায় পাপড়ি কমে যায় এবং পাপড়ি ছোট ছোট হয়ে যায়।বিভিন্ন কেমিক্যাল ব্যবহার এর জন্যই চোখের পাপড়ির এই অবস্থার সৃষ্টি হয়।রোজ নানারকম কেমিক্যাল এর প্রভাব এ চোখের পাপড়ির বৃদ্ধি ব্যাহত হয়।তাই চেষ্টা করবেন বাজারের যেকোনো প্রোডাক্ট চোখের পাপড়ি তে না ইউজ করা।ইউজ করার আগে অবশ্যই প্রোডাক্ট তার সত্যতা যাচাই করে নিবেন।
পদ্ধতিটি কেনো ম্যাজিকাল:
আজকের উপকরণ টি ম্যাজিকাল উপকরণ কারণ এতে মাত্র ৩ টি উপাদান ব্যাবহার করে তৈরি করা হয়েছে। হ্যাঁ মাত্র ৩ টি উপাদান ব্যাবহার করেই আপনার ছোট ও পাতলা পাপড়ি হয়ে উঠে naturally ঘন ও লম্বা।তবে চলুন কথা না বাড়িয়ে আজকের উপাদান টি তৈরি করা যাক।উপরকন টি তৈরি করতে যে ৩ টি উপাদান লাগবে সেগুলোই আগে বলি।
১.ভ্যাসলিন:
ভ্যাসলিন এ খুব ভালো moisturizer হিসাবে কাজ করে।এটি চোখের পাপড়ির শাইন ধরে রাখতে সাহায্য করে এবং চোখের পাপড়ি ঝরে যাওয়া থেকে রক্ষা করে।ভ্যাসলিন ইউজ এর ফলে আপনার চোখের পাপড়ির দ্রুত বৃদ্ধি ঘটায়।
২.নারকেল তেল:
নারকেল তেল যেমন চুলের জন্য উপকারী ঠিক তেমন চোখের পাপড়ির জন্য ও উপকারী।নারকেল তেল চোখের পাপড়ির গভীরে প্রবেশ এবং পাপড়ি কে ভিতর থেকে শক্ত ও শক্তিশালী করে তোলে।তাই পাপড়ি কম ঝরে পড়ে এবং তাড়াতাড়ি বেড়েও ওঠে।
৩.ভিটামিন E ক্যাপসুল:
ভিটামিন E ক্যাপসুল এ রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট।যা চোখের পাপড়ি কে পুনরায় গজাতে সাহায্য করে।চোখের পাপড়ি বেড়ানোর একটি অতি প্রয়োজনীয় উপাদান হচ্চে অ্যান্টি-অক্সিডেন্ট।
কিভাবে ব্যাবহার করবেন:
একটি বাটিতে আধা চামচ ভ্যাসলিন নিন।তাতে এক চামচ নারকেল তেল দিন ও একটি ভিটামিন E ক্যাপসুল দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নিন।মিশ্রণ টি রোজ রাতে ঘুমনোর আগে পাপড়ি তে ব্যাবহার করুন।মিশ্রণ টির ইউজ আপনি হাতের আঙ্গুলের সাহায্যে করতে পারেন বা একটি শেষ হয়ে যাওয়া মাসকারা এর ব্রাশ দিয়েও চোখের পাপড়ি তে মাখুন।
যেভাবে সংরক্ষণ করবেন:
একবার তৈরি করলে এটি কে আপনি এক মাস পর্যন্ত ব্যাবহার করতে পারবেন।একটি ফুরিয়ে যাওয়া মাসকারা এর কৌটা নিন।ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিন।তারপর এই কৌটায় আপনি মিশ্রণ টি ঢেলে নিন।মাসকারার কৌটায় রাখলে আপনি খুব সহজে ব্যাবহার করতে পারবেন।মাসকারা যেমন করে ব্যাবহার করতে হয় ঠিক তেমন করেই আপনি এই উপাদান গুলো ব্যাবহার করতে পারবেন।
কেনো ঘরোয়া পদ্ধতি ইউজ করবেন:
ঘরোয়া পদ্ধতি মানেই ১০০% পিওর।আমি যে ৩টি উপাদান এর কথা বলেছি আপনি খুব সহজেই উপাদান গুলো আপনার হাতের কাছেই পাবেন।মিশ্রণ টি কেমন হবে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।আপনি আপনার সময় মতো যখন খুশি তৈরি করতে পারবেন।যখন খুশি হবে ইউজ করতে পারবেন।আর আশা করছি সম্পূর্ণ সঠিক ফলাফল পাবেন।
ঠিক এইভাবে ব্যাবহার করলে আপনি মাত্র ৭ দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন।এটি তে যে ৩ টি megical উপাদান রয়েছে সেগুলো আপনার পাপড়ি কে লম্বা,ঘন ও মসৃণ করে দেবে।একবার ব্যাবহার করেই দেখুন আমার মতো আপনিও এই উপকরণ টির ভক্ত হয়ে যাবেন।