চুলের যত্নে জবা

0
185

একটি মেয়ের আসল সৌন্দর্য্য তার চুলে।চুল ভালো থাকলে মনটাও ভালো থাকে।চুলকে সুন্দর করে তুলতে আমরা কত কিছুই না করে থাকি কিন্তু আসলে কি ভালো ফলাফল পেয়েছেন?এইজন্যই তো আমি শুধু প্রাকৃতিক জিনিসই বিশ্বাস করি।চেষ্টা করি আপনাদের মাঝে প্রাকৃতিক জিনিসের উপকারিতা তুলে ধরার।আজ আমি আপনাদের বলবো জবা ফুল দিয়ে কিভাবে চুলের যত্ন নিবেন।

জবা:

জবা কে আমরা সাধারণত ফুল হিসাবেই চিনি।তবে ফুল হওয়ার পাশাপাশি জবার রয়েছে হাজারো উপকারী গুন।জবা ফুল আছে প্রাকৃতিক কন্ডিশনার।যা আপনার প্রাকৃতিক ভাবে কোমল করে তুলবে।জার্নাল অব এথনোফার্মাকোলজির এক গবেষণা অনুসারে, জবা ফুল ব্যবহারে চুলের ফলিকল বাড়ায় টাক সমস্যার সমাধান হতে পারে। জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এই অ্যামিনো অ্যাসিডগুলো কেরাটিন নামে একটি স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করে। কেরাটিন চুলের গোড়া মজবুত রাখে।।তাই চুলের যত্নে জবা কে ভুললে কিন্তু একদম চলবে না।

ব্যাবহার বিধি:

জবার উপরাকিতা তো বুঝলাম কিন্তু জবা কে চুলে ব্যাবহার কিভাবে করবো?এইটাই ভাবছেন তো?এত ভাবনার কিছু নেই আমি তো আছি আপনাদের জন্য।আজ আমি বলবো জবা কে কিভাবে চুলে ব্যাবহার করলে অতি অল্প সময়ের মধ্যেই ভালো ফলাফল পাবেন।তবে চলুন শুরু করি।চুল কে গোড়া থেকে মজবুত করে তুলতে প্রাকৃতিক কেরাটিন বা জবা ফুলের কোনো তুলনায় নেই।

ঘরোয়া পদ্ধতি:

১.
কয়টি জবা ফুল ও পাতা নিন।দুটো কে ভালো করে বেটে একটি ঘন পেস্ট তৈরি করে নিন।পরিষ্কার চুলে এটি কে ব্যাবহার করুন ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।ফলাফল নিজেই দেখতে পারবেন।একবার ব্যাবহার করলেই আপনি এই মিশ্রণ টির ভক্ত হয়ে যাবেন।

উপকার:জবা ফুল কে এইভাবে ব্যাবহার করলে আপনি অল্প সময়ের মধ্যে সিল্কি ও সফট চুল পেতে পারেন।এই ক্ষেত্রে জবা ফুলের সম্পূর্ণ গুণাগুণ আপনার চুলের মধ্যে প্রবেশ করবে তাই সপ্তাহের একটি দিন এই পদ্ধতি টি ইউজ করুন।আসা করছি ভালো ফল পাবেন।

২.
এইবার ও কয়টা জবা ফুল ও পাতা নিন।half cup পানি তে ফুল ও পাতা কে সেদ্ধ করুন।যখন পানি ঘন হয়ে যাবে তখন একটি ছাকনি দিয়ে ছেকে পানি আলাদা করে নিন।এবং এই পানি চুলে ব্যাবহার করুন।১৫ মিনিট রেখে ধুয়ে নিন।পরের দিন shampoo করুন।

উপকার:এই পদ্ধতি তে জবা ফুলের পুষ্টি উপাদান গুলো পানির মধ্যে চলে আসবে।তাছাড়া এটি ব্যবহারেও অনেক সহজ।আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন।জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড পানির সাথে মিশে চুলের জন্য আরো উপকারী হয়ে যায়।আপনি যদি চুলের দ্রুত বৃদ্ধি করতে চান তো এই পদ্ধতি টি ইউজ করুন।

৩.
জবা ফুল কে নারকেল তেলের মধ্যে সারারাত ভিজিয়ে রাখুন তারপর সেই তেল চুলে ব্যাবহার করুন।shampoo করার পর আপনি বুঝতে পারবেন আপনার চুলে কতোটা পরিবর্তন হয়েছে।

উপকার:নারকেল তেলের গুন তো আমরা সবাই জানি।চুলের যত্নে সেই প্রাচীন কাল থেকেই নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে।চুলের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার।আর সেই সাথে যদি জবা ফুলের গুণাগুণ মিশে যায় তাহলে সেইটা চুলের জন্য আরো বেশি ভালো হবে।জবা ফুল কে নারকেল তেলের মধ্যে ভিজিয়ে রেখার এই পদ্ধতি তো আমার কাছে সব চেয়ে বেশি সুবিধাজনক।

আমার বলা এই ৩ টি উপায় এর মধ্যে যেকোনো একটি ব্যাবহার করলেই আপনি জবার গুণাগুণ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।তবে চুলের ভালো চাইলে ৩ টি উপায়ই মেনে চলুন। আশা করছি আপনার চুল ও ঝলমলে কালো ও মজবুত হবে।কারণ জবা ফুলে রয়েছে কেরাটিন যা স্পেশালি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।

আপনিও যদি চান আপনার চুল ঘন মজবুত ও ঝলমলে হক তবে দিনের ব্যস্ততার মাঝেও সময় করে ৩ টি উপায় মেনে চলুন।অ্যামিনো অ্যাসিড চুলের শাইন ধরে রাখে এবং চুলকে সিল্কি ও সফট করে তুলতে সাহায্য করে তাছাড়াও জবা ফুলের পাতা চুলের পড়ে যাওয়া রোধ করে।আপনি একবার ইউজ করুন ফলাফল নিজেই বুঝতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!