শীতকাল মানেই প্রাকৃতিক ভাবেই একটা শুষ্ক আবহাওয়ার সৃষ্টি।প্রকৃতি তে দেখা দেয় শুষ্কতার প্রভাব। শুধু তাই নয় শুষ্কতার প্রভাব আমদের শরীরেও দেখা দেয়।শুরু হয় নানা ধরনের সমস্যা।চুলের সমস্যা ত অন্যতম একটি সমস্যা।প্রায় সবারই এই সময়ে খুশকির সমস্যা দেখা দেয়।খুশকি দূর করতে বিভিন্ন কেমিক্যাল শাম্পু ব্যাবহার করার পর চুলে শুষ্কতা,চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়।তাই ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিতে শুরু করুন।আজ জেনে নিন কোন hair pack টা শীতের জন্য সবচেয়ে ভালো।
শীতকালের প্রধান সমস্যা শুষ্কতা ও খুশকি।তাই আমদের অবশ্যই এমন একটা pack তৈরি করতে হবে যেটা একই সাথে খুশকি দূর ও করবে আবার চুল কে কোমল করে চুলের আর্দ্রতা ফিরিয়ে আনবে।
হেনা:
আমরা সবাই জানি হেনা চুলের জন্য ঠিক কতটা দরকারি। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটা চুলে প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যা চুলকে ড্যামেজ এর হাত থেকে রক্ষা করে। হেনা ব্যবহারে চুল হয় স্ট্রং আর থিক। এটি চুলের ময়েশ্চার লক করে, চুলে ন্যাচারাল শাইন অ্যাড করে চুলকে করে দ্বিগুণ মজবুত। হেনা চুলের গোড়া মজবুত করে ও চুল কে ঘন করতে সাহায্য করে।হেনা আপনার চুলের natural oil ধরে রাখতে সাহায্য করে। শীতে চুলের যত্নে হেনার ব্যতিক্রম নেই।
সর্ষের তেল:
চুল কে শুধু ঘন ও শুষ্কতা দুর করলেই হবে না।খুশকি সমস্যার কোথাও ভাবতে হবে।খুশকি থেকে বাঁচতে সর্ষে তেলের কথা না বললেই নয়।সর্ষে তেল খুশকি দূর করতে ব্যাপক ভূমিকা রাখে।সরিষার তেল চুল পড়া রোধ করে। এতে আরও থাকে জিঙ্ক, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা চুল বৃদ্ধি করতেও সাহায্য করে। স্ক্যাল্পে সরিষার তেল ব্যবহারে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের গোড়া মজবুত হয়।তাছাড়া শীতে সর্ষে তেল ব্যাবহার করলে ঠান্ডা লাগার সমস্যা থেকেও বাঁচতে পারবেন।চলুন প্যাক তৈরি শুরু করি।
উপকরণ:
আপনার চুলের পরিমাণ মতো হেনা নিন।আপনি natural হেনা পাতা ব্যাবহার করতে পারেন।আর যদি সেইটা না হয় তো আপনি হেনা পাউডার ও ব্যাবহার করতে পারেন।চেষ্টা করবেন হেনা পাতা টাকে ব্যাবহার করার।হেনা পাতা কে ভালো করে বেটে নিন।আর পাউডার হলে তাতে পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন।তারপর মিশ্রণটি টে আপনার চুলের পরিমাণ মত সর্ষের তেল মিশিয়ে নিন।
ব্যাবহার বিধি:
প্যাক টি ব্যাবহার করার আগে অবশ্যই চুল টাকে পরিষ্কার করে নিবেন।তারপর প্যাক টি চুলে লাগিয়ে নিন।৩০ মিন রেখে ধুয়ে ফেলুন।কিন্তু shampoo ব্যাবহার করবেন না।পরের দিন shampoo করে ফেলুন।
প্যাক টি নিয়ম মেনে ব্যাবহার করলে তবেই ভালো ফলাফল পাবেন।ভালো ফলাফল পেতে সপ্তাহে ২ দিন এটি ব্যাবহার করুন।এক সপ্তাহ ব্যাবহার করলেই আপনি খুশকি ও চুলের শুষ্কতা সমস্যা থেকে মুক্তি পেতে শুরু করবেন।