কারো সাথে দেখা হলে দেখবেন তার মুখের সাথে সাথে তার হাতের দিকেও চোখ যায় তাই মুখের মতোই হাতের যত্ন নেওয়া টাও সমান দরকারি। দিনের বেশির ভাগ সময় আমরা বাইরেই বিভিন্ন কাজ করি,তাই হাতে রোদে পোড়া দাগ হওয়া টা খুবই স্বাভাবিক।হাত আমাদের বাহ্যিক সৌন্দর্য্য বজায় রাখে কিন্তু সেই হাতেই যদি থাকে রোদে পোড়া দাগ তাহলে কি ভালো দেখায়?অবশ্যই না।সারাদিনে সময় বের করে আমরা মুখের যত্ন নিলেই হাতের যত্ন নিতে ভুলে যায় ফলে অনেক সময় আমাদের মুখের সাথে হাতের কালারের পার্থক্য দেখা দেয়।হাত রোদে পোড়ার জন্যই এমনটা হয়।তাই নিয়মিত হাতের যত্ন নিতে হবে কিন্তু কিভাবে?এক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে হাতের যত্ন নেওয়া খুবই সহজ।

চলুন তবে শুরু করি…
হাত ড্রাই হয়ে যাওয়া দুর করতে,হাত কালো দুর করতে ও রোদে পোড়া দাগ দূর করতে প্রাকৃতিক উপায় ফলো করাই ভালো।কারণ টা খুবই সোজা,প্রাকৃতিক উপায় মানেই অনেক বেশি কার্যকরী উপাদানের মিশ্রণ।যেমন লেবু,হলুদ,টমেটো,ময়দা ইত্যাদি এগুলোর গুণাগুণ আলাদা করে বলার কিছুই নেই।সব গুলোই এক একটি মাস্টারপিস।কিন্তু শুধু উপকরণ থাকলেই তো হবে না সেগুলো কে সঠিক উপায়ে ইউজ করতেও জানতে হবে। কোন উপাদান টি কিভাবে ইউজ করলে হাতের রোদে পোড়া দাগ সহজে দুর হবে সেটিই আজ আপনাদের সাথে শেয়ার করবো।
রোদে পোড়া দাগ:
সারাদিনের বেশি ভাগ সময় আমরা বাইরে থাকি এবং বাইরের সব কাজ আমরা হাত দিয়েই করে থাকি। মানে আমাদের হাত দুটো সারাদিনের কড়া রোদে পুড়ে কালো হয়ে যায়।আর এই রোদে পোড়া দাগ দুর করা মোটেই সহজ না।তাই আমি বলবো প্রাকৃতিক উপায় ফলো করতে।রোদে পোড়া দাগ দূর করতে লেবু ও চিনির মিশ্রণ খুবই কার্যকরী।
লেবু ও চিনি :
একটি লেবুর সম্পূর্ণ রস বের করে নিন।এরপর ২ টেবিল চামচ চিনি অ্যাড করে মিশ্রণ তৈরি করে নিন।মিশ্রণ টি হাতে ইউজ করার আগে হাত টি ভালো করে ধুয়ে নিন।এরপর মিশ্রণ টি অ্যাপ্লাই করুন। মিনিট ১০ অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে নিন।

লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড যা ত্বকের গভীরে যেয়ে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।তাই রোদে পোড়া দাগ দূর করতে লেবুর দরকার সবার প্রথমে।এছাড়া চিনি তে থাকা উপাদান ত্বককে ক্রিস্টাল এর মতো পরিষ্কার করে তোলে।
হাতের কালো দাগ/পিম্পেল:
অনেকের হাতে ছোট ছোট কালো দাগ ছোপ বা পিম্পেল হতেও দেখা যায় এর প্রতিকার জানেন কি?খুব সহজ এবং আপনার রান্না ঘরেই এই সমস্যার প্রতিকার রয়েছে। স্কিন বিশষজ্ঞের মতে এই সমস্যার কারণ জীবাণুর সংক্রমণ। এক্ষেত্রে হলুদ ও মধু স্কাব ইউজ করা সবচেয়ে উপকারী।
হলুদ ও মধু :
পরিমাণ মতো হলুদ (কাচা হলুদ বা আপনি ভালো মানের গুঁড়া হলুদ ও ইউজ করতে পারেন।) ও ২ চামচ মধু দিয়ে একটি থিক পেস্ট তৈরি করে হতে মাখুন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। হাতের রোদে পোড়া দাগ দূর করতেও এই রেমেডি ইউজ করতে পারেন।
হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের বিভিন্ন ইনফেকশন দূর করে। এছাড়া হলুদে কারকিউমিন নামক রসানয়িক থাকে যা ত্বকের বিভিন্ন জীবাণু দুর করে। আর হলুদের সাথে মধু মিশানো হলে হলুদের গুণাগুণ আরো বেড়ে যায়।এটি আপনার হাত থেকে সব দাগ ও পিমপল দুর করে দেবে।

হাত ড্রাই হয়ে যাওয়া:
আপনার হাত কি গরমের দিনেও ড্রাই হয়ে যাচ্ছে?ড্রাই হাত থেকে রক্ষা পেতে অনেক কিছুই ট্রাই করেছেন কিন্তু ফল পাচ্ছেন না।এমন হলে অবশ্যই পরের রেমেডি টা ফলো করুন। রেমেডি টার জন্য তেমন কিছুই না শুধু অ্যালোভেরা জেল লাগবে।
অ্যালোভেরা জেল :
আপনার হাত দুটো কে ঠান্ডা পানি তে ভালো করে ধুয়ে নিন। এরপর হাতে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।এবং হালকা হাতে একটু ম্যাসেজ করতে থাকুন।১০ মিনিট পরে আবারো ঠান্ডা পানি তে হাত ধুয়ে নিন।
অ্যালোভেরা জেল এর উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।তাই হাত কে ড্রাই হওয়া থেকে রক্ষা করে।তাছাড়াও অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন এ,বি ও সি।অ্যালোভেরা জেল হাতের সব সমস্যা দুর করতে পারে তাই দিনের বেলা বাইরে থেকে ঘরে ফিরে অবশ্যই হাতে অ্যালোভেরা জেল ইউজ করবেন।

বোনাস টিপস :
হাতের যত্ন নিতে আপনাদের সাথে আরো একটি টিপস বোনাস হিসাবে শেয়ার করবো। হাতের সব সমস্যার সমাধান তো উপরের টিপস গুলো ফলো করলেই পেয়ে যাবেন।কিন্তু শুধু হাতের প্রবলেম দুর করলেই তো হবে না হাত কে সুন্দর রাখতে হবে,হাতের যত্ন নিতে হবে।কিন্তু কিভাবে প্রাকৃতিক উপায়ে হাতের যত্ন নিবেন জানেন?শুধু লেবু, চিনি আর মধুর মিশ্রণ দিয়েই হাতের যত্ন নেওয়া সম্ভব।
চিনি,লেবু ও মধু :
সমপরিমাণ চিনি ও মধু একটি বাটিতে নিয়ে হালকা গরম করে নিন এরপর মিশ্রণটিতে ২ চামচ লেবুর রস অ্যাড করুন। পরিষ্কার হাতে মিশ্রণ টি অ্যাপ্লাই করুন ১০ মিনিট অপেক্ষা করুন এবং তারপর ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
হাতের সব সমস্যা দুর করে হাত কে সবার নজরকাড়া করতে অবশ্যই মিশ্রণ টি সপ্তাহে একদিন ইউজ করুন।এই রেমেডি টি রেগুলারলি ইউজ করলে আপনার হাত আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে
এইতো হাতের কিভাবে যত্ন নিবেন ও হাতের বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করবেন সবটাই তো জেনে নিলেন।আশা করছি আজকের লেখা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে।লেখা টি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।