শীতকালে ঠোঁট ফাটা একটি খুবই সাধারণ বিষয়।কম বেশি প্রায় সবারই ঠোঁট ফেটে থাকে শীতকালে।তার কারণ শীতের শুষ্ক বাতাস।আমদের ত্বকের থেকে ঠোঁট অনেক বেশি নরম ও কোমল হয়ে থাকে তাই সহজেই ঠোঁট ফেটে যায়।ফাটা ঠোঁট আমাদের কাছে খুব বাজে একটা সমস্যা।আজ তাই আমি শীতের এই ফাটা ঠোঁট থেকে মুক্তির উপায় বলতে এসেছি।
আমাদের ঠোঁট এতটাই কোমল যে সামান্য একটু শুষ্কতার কারণেই এটি ফেটে যায়।ফাটা ঠোঁট নিয়ে লোকের মাঝে যেতেও আমরা লজ্জা পায়।তাই ফাটা ঠোঁটের প্রতিকার করা দরকার।ফাটা ঠোঁট থেকে বাঁচতে আমরা অনেকেই আছি নামী দামী lip balm ব্যাবহার করে থাকি।কিন্তু তাতেও কোনো সুবিধা হয় না।lip balm না নিলেই আবার ঠোঁট ফেটে যায়।
Lip balm এ থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল যা সল্প সময়ের জন্য আমাদের ঠোঁট ফাটা কে কমিয়ে দেয় কিন্তু যখনই আমরা lip balm ব্যাবহার না করে থাকি তখন আবার আগের মতোই ঠোঁট ফেটে যায়।আর এইসব ক্ষতিকারক কেমিক্যাল আমদের কোমল ঠোঁট কে খোসখসে,রুক্ষ,শুষ্ক করে তোলে।তাই চেষ্টা করুন কেমিক্যাল জিনিস ব্যাবহার না করতে।
আজ আমি বলবো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যাবহার ছাড়াই কিভাবে ঠোঁট ফাটা কমাতে পারবেন সেই উপায়।ঘরোয়া মানেই প্রাকৃতিক আর সম্পূর্ণ বিশ্বাসযোগ্য উপাদান দিয়ে তৈরি উপকরণ।তাছাড়া জিনিস টি আপনি নিজে তৈরি করবেন তাই অবশ্যই কোনো কেমিক্যাল থাকবে না।ঘরে বসে খুব সহজেই আপনি এটি তৈরি ও করতে পারবেন আর ব্যাবহার ও করতে পারবেন।তবে দেরি কিসের চলুন শুরু করি।
উপকরণ:মধু,একটি লেবু,হলুদ গুঁড়ো ও নারকেল তেল।
তৈরি পদ্ধতি:একটি বাটিতে এক চামচ মধু,আধা চামচ লেবুর রস,হলুদ গুঁড়ো পরিমাণ মতো ও এক চামচ নারকেল তেল দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিন।
ব্যাবহার বিধি:মিশ্রণ টিকে ঠোঁটে মাখুন।একটু ঘন করে মেখে নিন।২ মিনিট অপেক্ষা করুন তারপর একটি টিস্যু দিয়ে ঠোঁট ধুয়ে নিন।মিশ্রণ টিতে রয়েছে মধু যা আমাদের শুষ্ক ঠোঁট এ আর্দ্রতা ফিরতে সাহায্য করে।রয়েছে নারকেল তেল যেটি ঠোঁট কে কোমল করে তুলতে সাহায্য করে।তাছাড়া লেবুর রস ঠোঁটের ময়লা দুর করবে এবং হলুদ গুঁড়ো ঠোঁটে একটা glow এনে দেবে।
দিনে দুই বার এটি ব্যাবহার করুন।সকালে এবং রাতে ঘুমনোর আগে।আসা করসি ভালো ফলাফল পাবেন।