নখ বড় করার ঘরোয়া পদ্ধতি

0
201

সব মেয়েরাই চাই তাদের নখ বড়,সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে।কিন্তু অনেকেরই এই আশা পূরণ হয় না।নখ দুর্বল হয়ে ভেঙে যায় বা সহজে বড় হয় না এইরকম নানা সমস্যা দেখা যায়।এইসব সমস্যা থেকে মুক্তি পেতে নখের যত্ন নেওয়া খুবই দরকার।কিন্তু নখের যত্ন কিভাবে নেবো?এইটাই ভাবছেন তো?তাই তো আমি চলে এসেছি আজ আপনাদের কাছে নখের যত্ন কিভাবে করতে,কিভাবে নখ বড় হবে ও বিভিন্ন সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন হয় সেইটা বলতে।

নখ বড় না হওয়ার কিছু কারণ:

অনেকেই আছেন যারা দাত দিয়ে নখ করেন।যায় ফলে নখ বড় হয় না।যদি আপনারও অভ্যাস টি থাকে তো আজই দাত দিয়ে নখ কাটা ছাড়ুন।আমরা অনেকেই আছি যারা নখ ঠিক মতো পরিষ্কার করে রাখি না ফলে আমাদের নখের গোড়া দুর্বল হয়ে নখ ভেঙে যায় তাই নখ অবশ্যই ভালো মত পরিষ্কার রাখতে হবে।

নখ পরিষ্কার করার সহজ উপায়:

নখ পরিষ্কার করার জন্য আপনি শুধু একটি লেবুর খোসা ব্যাবহার করতে পারেন।লেবুর খোসা তে রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা নখ পরিস্কার করতে ও নখের গোড়া মজবুত করে।লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষে ঘষে নখ পরিস্কার করুন।যদি আপনি বড় ও সুন্দর নখ পেতে চান তো আজ থেকেই নখ পরিষ্কারের এই পদ্ধতি টি ফলো করুন।

নকল নখের ক্ষতিকারক প্রভাব:

নখ আমাদের শরীরের একটি সংবেদনশীল অংশ।এটি আমাদের আঙ্গুলের আঘাত পাওয়ার হাত থেকে বাঁচায়। নখ আলফা-কেরাটিন নামে একটি শক্ত প্রতিরক্ষামূলক প্রোটিন দিয়ে তৈরি যা একটি পলিমার।নখ না থাকলে সহজে ভাইরাস,ইনফেকশন ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার চান্স থাকতো।নখের জন্যই আমাদের হাত শরীরের অন্যতম একটি শক্তিশালী অঙ্গ হিসেবে তৈরি হয়েছে।নখে নকল নখ লাগলে প্রাকৃতিক নখের গুণাগুণ নষ্ট হয় এবং আমাদের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হওয়ার ও ঝুঁকি থেকে যায়।

নকল নখ ইউজ না করার আরো কিছু কারণ:

আপনি হয়তো ভাবছেন যে পার্লার এ গেলেই তো অনেক কম সময়ে আপনার নখ বড় ও আকর্ষণীয় করে তুলতে পারবেন তাহলে কেনো এতো কিছু ব্যাবহার করবেন?তবে শুনুন,পার্লার থেকে আপনার নখ হয়তো বড় ও সুন্দর করে দিতে পারবে কিন্তু সেইটা ক্ষণস্থায়ী ও আপনার natural নখের জন্য বিপদজনক।পার্লার এ তৈরি ওই নখে নানারকম কেমিক্যাল থাকে যা আপনার natural নখের ক্ষতি করে।নখের প্রাকৃতিক কোমলতা নষ্ট করে দেয়।এবং ওই নখ টি খুবই অল্প সময়ের জন্যই থাকে।

তাছাড়া পার্লার এর নখ বানানো অনেক বেশি ব্যয়বহুল।তাই আমি বলবো কোনো কেমিক্যাল ব্যাবহার না করে আপনার নিজের নখ টি সুন্দর করে তুলুন।নখের ঠিকঠাক যত্ন করলে আপনার নখ ও সুন্দর ও বড় হয়ে যাবে।
নখ বড় করার ঘরোয়া উপায়:

উপকরণ:
ভ্যাসলিন,নারকেল তেল ও ভিটামিন e ক্যাপসুল।

ব্যাবহার বিধি:
৩ টি উপকরণ ভালো করে মিশিয়ে নিন।তারপর পরিষ্কার নখে ব্যাবহার করুন।হালকা একটু ম্যাসেজ করে সারারাত এইভাবেই রেখে দিন।রোজ রাতে ঘুমনোর আগে নখে এটি ব্যাবহার করুন।কিছুদিন ব্যাবহার করলেই আপনি ফলাফল বুঝতে পারবেন।

উপাদান গুলোর গুণাগুণ:

ভ্যাসলিন যা নখের দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।এবং নখে আগের চেয়ে বেশি শাইন এনে দেয়।নারকেল তেল নখ ভেঙে যাওয়া রোধ করে নখের হলদে ভাব দুর করে।সবশেষ ভিটামিন E ক্যাপসুল এ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নখের গোড়া মজবুত করতে সাহায্য করে।

নখ বড় ও আকর্ষণীয় করতে হলে এই উপকরণ টি ব্যাবহার করুন।সামান্য এইটুকু করলেই আপনার নখের আগের চেয়ে বড়,সুন্দর ও আকর্ষণীয় হয়ে যাবে।আপনার নখ ও হবে মজবুত ও কোমল।তবে নখ পরিস্কার করতে কিন্তু একদম ভুলবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!