কোরিয়ান beauty secret । এই ছোট কাজগুলো নিয়মিত করলে আপনিও কোরিয়ানদের মতো হতে পারবেন

0
63

আজ আমি কথা বলবো ৩ টি কোরিয়ান beauty secret নিয়ে যা আপনার ত্বককে ফর্সা করে তুলবে।আমরা তো জানি কোরিয়ান মেয়েদের দেখতে কত সুন্দর। তাদের ত্বকে না আছে কোনো দাগ ছোপ আর না আছে বয়সের ছাপ।তারা যেনো চির সুন্দরী।তবে তাদের এমন সুন্দরী হয়ে ওঠার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে।

কোরিয়ান মেয়েদের দেখতে এতো সুন্দর ও আকর্ষণীয় তাই আমি তাদের এই সৌন্দর্যের উপর research করে তাদের গোপন কিছু রহস্য জানতে পেরেছি।আজ সেগুলোই আপনাদের সাথে share করবো।তবে চলুন শুরু করি…

১.সবার প্রথমেই আসে কোরিয়ান দের deit আপনি একটু খেয়াল করলেই দেখবেন তারা অনেক সবজি ও ফল খায়।তাছাড়া তাদের সব খাবারই সেদ্ধ করে খায়।আপনাকে তাদের মত স্কিন পেতে হলে অবশ্যই অনেক অনেক বেশি পানি পান করতে হবে।কোরিয়ান মেয়েরা মনে করে যা তারা খায় সেটাই তাদের চেহারা তে দেখা যায়।আপনাকেও তাই খাওয়া দাওয়ার উপর খেয়াল দিতে হবে।

২.কোরিয়ান মেয়েদের একটি face mask আছে যেটি আপনাদের স্কিন ফর্সা করতে সাহায্য করবে।আজ আমি আপনাদের সেই মাস্ক টি তৈরি করতে শেখাবো।
এক কাপ চাউল ভালো করে ধুয়ে তার একটি পেস্ট বানিয়ে নিন।রোজ একবার করে মুখে মাখিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিলেই আপনি ফলাফল পাবেন।মাত্র একটি উপাদান দিয়েই মাস্ক হয়ে যাবে।

৩. আমাদের চোখের নিচের অংশ টুকু আমাদের শরীরের অন্য অংশ থেকে প্রায় ৩ গুন বেশি পাতলা।তাই অবশ্যই ওই অংশ টুকুর একটু আলদা যত্ন নিতে হবে।সব সময় একটা ভালো moisturizer ব্যাবহার করুন চোখের নিচের অংশে।

অবশ্যই ভালো make up ব্যাবহার করুন।কোরিয়ান মেয়েরা সাধারণত water based ও অনেক লাইট make up ব্যাবহার করে।আপনি সেগুলো ব্যাবহার করতে পারেন।তবে আমার বলা উপরের এই ৩ টি টিপস আপনি মেনে চললে আপনার স্কিন ও কোরিয়ান মেয়েদের মতো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!