আপনারা অনেকেই হয়তো শ্যাম্পু কেনার সময় শ্যাম্পু তে থাকা উপকরণ এর তালিকায় সালফেট দেখে শ্যাম্পু কিনতে ভয় পান।কিন্তু আসলেই কি শ্যাম্পু তে সালফেট থাকা ভয়ের কারণ?নাকি আমাদের ধারণা টায় ভুল?আজ আমি আপনাদের সাথে শ্যাম্পু তে সালফেট থাকার আসল কারণ টা শেয়ার করবো।তবে চলুন শুরু করি…
শ্যাম্পু তে সালফেট এর কাজ:
সালফেট এর প্রধান কাজই হলো জেদী ময়লা পরিষ্কার করা কারণ এটি একটি সারফেকট্যান্ট অর্থাৎ এটি তেল ও পানি উভয়কেই আকর্ষণ করার ক্ষমতা রাখে।শ্যাম্পু তে থাকা সালফেট স্কাল্পে থাকা সব ধরনের ময়লা ও সেবোম খুব সুন্দর ও সহজভাবে পরিষ্কার করে।শ্যাম্পু তে সালফেট থাকার কারণেই আমাদের স্কাল্প পরিষ্কার হয়।তাছাড়া শ্যাম্পু তে ফোমিং বা লেদারিং এর জন্যও সালফেট ব্যবহৃত হয়। শুধু শ্যাম্পু নয় সব ধরনের সাবান,ক্লিনজারে ও সালফেট থাকে।

যেকারনে সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করবেন:
সালফেট যুক্ত শ্যাম্পু স্কাল্প পরিষ্কার করতে সবচেয়ে বেশি কার্যকরী।আমাদের দেশের আবহাওয়া তে স্কাল্প ঘামে বেশি তাই চুল ভালো রাখতে স্কাল্প পরিষ্কার রাখার খুবই দরকার।শ্যাম্পু তে সালফেট থাকার জন্যই স্কাল্প এর ময়লা ও সেবাম অল্প শ্যাম্পু তেই পরিষ্কার হয়ে যায় এবং স্কাল্প এর বিল্ড আপ ও খুব সহজেই দুর করে দেয়।সপ্তাহে একদিন সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করলে স্কাল্প পরিষ্কার হয়ে খুব সুন্দর বিল্ড আপ হয় যা চুলের জন্য জরুরি।সালফেট যুক্ত শ্যাম্পুর সাথে সপ্তাহে একদিন করে সিলিকন যুক্ত কন্ডিশনার ও ইউজ করতে পারেন।
সালফেট এর ধরন:
শ্যাম্পু তে সাধারনত ৩ ধরনের সালফেটের যৌগ থাকে।সালফেট মানেই যে ক্ষতিকর কিছু এমন কিন্তু একদমই নয় বা সালফেট সব সময় চুলের ক্ষতি করে তাও কিন্তু নয়।চলুন জেনে নেই সালফেট এর যৌগ তিনটির নাম।
১.সোডিয়াম লরাইল সালফেট:
এটিকে সাধারণত কোনো তরলের সারফেস টেনশন(সান্দ্রতা) কমানোর কাজে ব্যাবহার করা হয়। তাই, বিভিন্ন পরিষ্কারকে সারফেক্ট্যান্ট হিসেবে সোডিয়াম লরাইল সালফেট ব্যাবহার করা হয়। উদাহরনস্বরূপ , শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার,মাউথ ওয়াশ,মেকাপ রিমুভাল ক্রীম,লিকুইড হ্যান্ড সোপ সহ আর অনেক প্রোডাক্ট এ সোডিয়াম লরাইল সালফেট ব্যাবহৃত হয়।
২.সোডিয়াম লোরেথ সালফেট:

শ্যাম্পু তে সোডিয়াম লরেথ সালফেট একটি রাসায়নিক ডিটারজেন্ট এর মত কাজ করে।এটির উপাদান গুলো মাথার ত্বক থেকে ময়লা দূর করতে একটু বেশিই ভূমিকা রাখে।এটির ফলেই সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করলে চুল আগের চেয়ে বেশি সজীব হয়ে ওঠে।
৩.অ্যামোনিয়াম লরাইল সালফেট:
এটি স্কাল্পের ময়লা দূর করে চুল কে পরিষ্কার রাখতে কাজ করে।
এই ৩ টি ছাড়াও শ্যাম্পু তে আরো একটি সালফেট উপাদান থাকে মিরেথ সালফেট।আপনি অনেক জায়গায় শুনে থাকবেন যে মাইল্ড শ্যাম্পু ইউজ করা ভালো।কিন্তু কোন শ্যাম্পু টা মাইল্ড সেইটা কি জানেন?শ্যাম্পু তে যে ৩ প্রকার সালফেট থাকে তার মধ্যে সবচেয়ে অ্যামোনিয়াম লরাইল সালফেট মাইল্ড বেশি।তারপরে আসে সোডিয়াম লোরথ সালফেট।
মাইল্ড শ্যাম্পু:
চুলের জন্য সবসময় একটি মাইল্ড শ্যাম্পু ইউজ করা ভালো এটি চুল কে পরিষ্কার করবে এবং চুলের ক্ষতি কম করে।এটি একটি অত্যন্ত হালকা প্রোডাক্ট যা কার্যকরভাবে আপনার মাথার স্ক্যাল্প পরিষ্কার করতে এবং একই সঙ্গে আপনার চুলকে হাইড্রেট করতে পারে। এটি আপনার চুলে একটি দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন সরবরাহ করে, যা আপনার চুলকে নরম রাখতে সাহায্য করে।

ক্লারিফাইং শ্যাম্পু:
ক্ল্যারিফাইং শ্যাম্পু’ হল এমন এক ধরণের শ্যাম্পু, যা আপনার চুলের গোঁড়া এবং চুল পরিষ্কার তো করবেই, সেই সঙ্গে বজায় থাকবে আপনার চুলের স্বাস্থ্যও, যা কিনা আপনার প্রতিদিনের ব্যবহারের শ্যাম্পু করতে পারে না।কিন্তু প্রতিদিন ইউজ এর জন্য ক্লারিফাইং শ্যাম্পু ভালো নয়।এটির রেগুলার ইউজ করার ফলে আপনার চুলের প্রাকৃতিক কালার নষ্ট হয়ে যেতে পারে।তবে সপ্তাহে একদিন এটির ইউজ করা চুলের জন্য ভালো।
মাইল্ড নাকি ক্লারিফাইং শ্যাম্পু:
মাইল্ড শ্যাম্পু যেমন চুলের জন্য ভালো ক্লারীফাইং শ্যাম্পু ও ঠিক তেমনি চুলের জন্য ভালো।আমাদের চারিপাশে যে দূষণ এবং বিভিন্ন ময়লা রয়েছে তাতে আমাদের স্কাল্প এবং চুল দুটোই ক্ষতিগ্রস্ত হয় তাই মাইল্ড শ্যাম্পুর পাশাপাশি ক্লারিফাইং শ্যাম্পুর ও দরকার স্কাল্প পরিষ্কার করে চুল কে সুন্দর করার জন্য।নিজের হেয়ার টাইপ বুঝে সঠিক মাইল্ড শ্যাম্পু ও ক্লারিফাইং শ্যাম্পু বেছে নিন।তবে শ্যাম্পুর পড়ে কন্ডিশনার ইউজ করতে ভুলবেন না কিন্তু।

সালফেট যুক্ত শ্যাম্পুর ক্ষতিকর দিক:
১. সালফেট যুক্ত শ্যাম্পু যেমন ভালো হতে পারে চুলের জন্য তেমনি খারাপ ও হতে পারে।চুলে বা স্কাল্পে অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু ইউজ করলে বা বার বার সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করলে আপনার হেয়ার দামেজ হতে পারে এমনকি হেয়ার ফল এর সমস্যা দেখা দিতে পারে।তাই সপ্তাহে মাত্র একদিন নিয়ম মেনে সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করুন।
২. বার বার সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করতে আপনার স্কাল্পের নাচারাল ওয়েল ধুয়ে যেতে পড়ে।এর ফলে ড্রাই স্কাল্প এর সমস্যা দেখা দিতে পারে।তবে যাদের ওয়েলি স্কাল্প তাদের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।তাই কোনো স্কাল্প টাইপ এই সালফেট যুক্ত শ্যাম্পু বেশি বার ইউজ করা যাবে না।

৩. সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করার সময় আরেকটা দিকে খেয়াল রাখতে হবে।শ্যাম্পু যেনো চোখে না লেগে যায়।সালফেট যুক্ত শ্যাম্পু চোখে লাগলে চোখ জ্বালা পোড়া করতে পড়ে।তাছাড়া এটির এর কোনো ক্ষতিকর প্রভাব প্রাণী দেহে নেই।
সুন্দর চুল এবং হেলথি স্কাল্প পেতে চুলের ধরনের বুঝে সঠিক মাইল্ড শ্যাম্পু ইউজ করার পাশাপাশি একটি সালফেট যুক্ত ক্লারিফাইং শ্যাম্পু ও ইউজ করুন।স্কাল্প কে ময়লা ও সেবাম থেকে রক্ষা করতে সপ্তাহে একদিন সালফেট যুক্ত শ্যাম্পু চুলকে সুরক্ষা করে।
আপনি রেগুলার ইউজ এর জন্য কোন ব্র্যান্ড এর শ্যাম্পু ইউজ করেন ??