পাথরকুচি পাতা আমাদের সকালের পরিচিত একটি ঔষধি উদ্ভিদ।এটি কিডনি ও গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে।লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে তাজা পাথরকুচি পাতা ও এর রস অনেক উপকারী।উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়।
কিন্তু আপনি জানেন কি পাথরকুচি পাতা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী? হ্যাঁ পাথরকুচি পাতা দিয়েও রূপচর্চা করা যায়।ভাবছেন কিভাবে?আমি আছি তো..আজ আপনাদের শেখাবো কীকরে পাথরকুচি পাতা দিয়ে স্কিন কেয়ার করবেন।শিখতে হলে আজকের লেখাটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

চলুন তবে শুরু করা যাক…
পাথরকুচির উপকারিতা:
প্রাচীনকাল থেকেই বহু চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই পাথরকুচি পাতা।এই পাতার রয়েছে অনেক ওষুধি গুণাগুণ। আয়ুর্বেদ এ এটির ব্যবহার উল্লেখ রয়েছে।পাথরকুচি পাতার গুণাগুণ আলাদা করে বলার কিছুই নেই।পেট ব্যাথা থেকে শুরু করে কিডনির পাথর অপসারণ পর্যন্ত এই পাথরকুচি পাতার ব্যবহার আমরা রোজ লক্ষ্য করতে পারি।তবে এই পাতা দিয়ে স্কিন কেয়ার ও সম্ভব।স্কিন কেয়ারের বিভিন্ন প্রোডাক্টেও পাথরকুচি পাতার নির্যাস ইউজ করা হয়।
পাথরকুচির সৌন্দর্য্য উপকারিতা:
পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। যারা ত্বক সম্বন্ধে সচেতন তাদের ব্রণ ও ফুস্কুড়ি জাতীয় সমস্যার দূর হয়ে যাবে।এছাড়া এটি আপনার স্কিন কে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
যেভাবে ইউজ করবেন:
১.

২/৩ টি মিডিয়াম সাইজের পাতা বেটে রস বের করে নিন।এরপর এই রস স্কিনের প্রবলেম এরিয়া তে লাগিয়ে নিন।আপনি চাইলে আপনার সম্পূর্ণ ফেসে ও ইউজ করতে পারেন।এভাবে ৫ মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানি দিয়ে স্কিন টি পরিষ্কার করে নিন।খুব ভালো হয় যদি আপনি এটি কে সপ্তাহে ৩/৪ দিন ইউজ করেন।
২.
কয়েকটা পাথরকুচি পাতা কে ২ গ্লাস পানি দিয়ে হালকা সেদ্ধ করে নিন।এরপর ওই পানি তে একটি টাওয়েল ভিজিয়ে টাওয়েল টি মুখের উপর দিয়ে রাখুন বা আপনি ওই পাথরকুচি পাতা সহ গরম করা পানির ভাপ ডাইরেক্ট ফেসে ও নিতে পারেন।দুটো তেই সমান উপকার পাবেন।
৩.
পাথরকুচি পাতার রস বের করে নিন।এরপর আইস কিউব তৈরির মোল্ড নিয়ে তাতে পাথরকুচির রস দিয়ে ফ্রিজে রেখে দিন এবং কিউব তৈরি করে নিন।এরপর পিগমেন্টেড এরিয়া তে আপনার তৈরি কিউব গুলো রাব করুন। তাছাড়া স্কিনে জ্বালাপোড়া থেকে ইনস্ট্যান্ট রেলাক্স পেতে চাইলে কিউব গুলো কে ইউজ করতে পড়বেন।

কি হবে পাথরকুচি পাতা ইউজ করলে:
পাথরকুচি পাতা স্কিনে ইউজ করলে কি হবে সেইটাই প্রশ্ন তো?তবে শুনুন,,স্কিন কে হাইড্রেটেড রাখতে ও বিভিন্ন ধরনের ফাঙ্গাস অর্থাৎ ব্রণ বা ফুস্কুড়ি সমস্যা থেকে বাঁচতে পাথরকুচি পাতার জুড়ি মেলা ভার।পাথরকুচি পাতায় থাকা পানি খুব সহজে স্কিনের ভিতরে চলে যেতে পারে ফলে স্কিন ভিতর থেকে পুষ্টি পায়।আপনার স্কিনে যদি অত্যধিক পিগমেন্টেশন থাকে তাহলেও আপনি পাথরকুচি পাতা ইউজ করতে পারেন।এটি পিগমেন্টেশন স্কিনের জন্য সমান উপকারী।
তবে আর দেরি কিসের,,আপনিও যদি স্কিনের বিভিন্ন প্রবলেম ফেইস করছেন তবে আজ থেকেই পাথরকুচি পাতা ইউজ করতে শুরু করুন। স্কিনের প্রবলেম দুর করতে অবশ্যই কিন্তু উপরের টিপস গুলো ফলো করুন।খুবই সহজ ও সিম্পল ৩ টি টিপস আপনার লাইফ চেঞ্জ করে দেবে।আজই ট্রাই করুন।
স্কিনের বিভিন্ন টাইপের মধ্যে আপনার স্কিন টাইপ কোনটি?